কোন পথে যাচ্ছে তরুণ সমাজ!! -new sun
কোন পথে যাচ্ছে তরুণ সমাজ!!!
#tiktok
কোন পথে যাচ্ছে তরুণ সমাজ!!
বর্তমানের উঠতি বয়সি তরুণ, তরুণীদের কাছে টিকটক জনপ্রিয় হয়ে উঠছে। নারীদের বেপর্দা করার একটি নব্য আবিষ্কৃত পদ্ধতি হলো টিকটক। এখানে লোকদের হাসানোর জন্য পর্দা ফরজ হওয়া মেয়েরা নিজেদের চেহারা প্রদর্শন করে। লোকদের হাসানোর জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করে। শত শত যুবক তাদের বেপর্দা ভিডিও দেখে চোখের ব্যভিচার করে। এভাবে নিজের অজান্তে অনেকেই শয়তানের পাতা ফাঁদে ফেসে যায়।
পৃথিবীজুড়ে আজ শয়তানি শক্তির জয়জয়কার। শয়তান মানুষকে জান্নাতের সঠিকপথ থেকে বিচ্যূত করে জাহান্নামের পথের পথিক বানানোর জন্য একেরপর এক অস্ত্র আবিষ্কার করেই চলেছে। রাতের অন্ধকারের মতো ফিতনা আমাদের চারপাশ ঘিরে রেখেছে। আমাদের মা, বোন, ছেলে, মেয়েদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখা আমাদেরই নৈতিক দায়িত্ব।
আমাদের অনেক ভাই-বোনদের দেখা যায় যে, টিকটকে দৃষ্টিকটূ হাস্যকর ভিডিও আপলোড করেন। এরপর সগৌরবে আবার সেটা ফেইসবুকে প্রচার করেন। বিভিন্ন বক্তার বক্তব্য নকল করে সেগুলোর সাথে খাপ খাওয়া ছোট ভিডিও তৈরী করেন। এরপর সেগুলো প্রচার করে ফেমাস হওয়ার চেষ্টা করেন। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা যদি এভাবে গড্ডালিকা প্রবাহে ভেসে যাই, তাহলে জাতিকে পথপ্রদর্শ করবে কে? আল্লাহ সকলকে সঠিক পথে পরিচালিত করুন |
*বি: দ্র:
অশ্লীল ভিডিও গুলোর কথা বাদই দিলাম |
No comments